ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য তিনি ধানের শীষের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন। ঘটনার প্রতিবাদে তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ মোর্শেদ আলম জানান, গত রোববার (২৫ জানুয়ারি) বাটজোর বাজারে প্রচারণা শুরু করলে তার ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে মহিলা কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং প্রচারণার সরঞ্জাম আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারুয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের সাবেক নেত্রী খালেদা নার্গিসসহ অন্যান্য নেতাকর্মীরা।
মতামত দিন