প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের কার্ড সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, অনলাইনে সাংবাদিক কার্ড প্রদানের প্রক্রিয়াটি বর্তমানে ইউজার ফ্রেন্ডলি নয় এবং বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না—এটা আমরা বুঝতে পেরেছি। এটি আমার নতুন যাত্রার শুরু, ফলে কিছু সমস্যা সামনে এসেছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নন, সেটাও আমরা জানি। কিন্তু পুরো প্রক্রিয়াটি অবশ্যই ব্যবহারবান্ধব হতে হবে। যেহেতু এটি প্রথমবার চালু করা হয়েছে, তাই কিছু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ, এগুলো সমাধান করা হবে।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তাকে শুধু অবহিত করলেই হবে, আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সিইসি বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে সার্কুলার জারি করেছি এবং বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা আপনাদের কাজ সহজ করতে চাই। আপনারা মাঠে থাকলে, আপনাদের পর্যবেক্ষণ থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বাড়বে। আমরা চাই আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।
তিনি আরও বলেন, সমস্যাটি আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। এককভাবে আমি সিদ্ধান্ত দিতে পারব না। কমিশনের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত জানতে পারবেন বলে আশা করছি।
মতামত দিন