পারতেখুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, পুরস্কার হিসেবে গরু ও খাঁসি বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) পারতেখুর সোনালী সংঘের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বিএনপি নেতা মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–৭ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা মোর্শেদ মিল্টন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাবেক আহ্বায়ক আবুল বাশার, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু শাহিন সানি, সহ-সভাপতি মুন্জু কাদের মন্টু, ঈদীস আলী ও মোজাফফর চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব, ছাত্রদলের সভাপতি আব্দুল আইয়ুব ছোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, আইন বিষয় সম্পাদক গোলাম মোস্তাফা মজনু, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা সোহেল আরমান রাজু, রেজাউল করিম রেজা, বেল্লাল হোসেন বাবু, সোহেল মেম্বার, আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু এবং রানারআপ দলের হাতে একটি খাঁসি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
মতামত দিন