আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এ দুই জেলায় পৃথক জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এ জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের এই কর্মসূচিকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে কেন্দ্র করে সেখানে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি নিয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভাস্থল নির্ধারণ ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনা ও সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। জনসভাস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর ও উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন তারেক রহমান। এসব জনসভা থেকে তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন।
মতামত দিন