• ২০২৪ ডিসেম্বর ২২, রবিবার, ১৪৩১ পৌষ ৮
  • সর্বশেষ আপডেট : ০৫:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশকে অংশীদারীত্ত্ব চুক্তি বলে

  • প্রকাশিত ০৫:১২ অপরাহ্ন রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশকে অংশীদারীত্ত্ব চুক্তি  বলে
MRAP গাড়ি
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষী সরবরাহে বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশের জন্য তাদের বাহিনীর সুরক্ষায় অত্যাধুনিক সরঞ্জাম থাকা জরুরী এবং এই সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্র মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা সুরক্ষিত ৩১টি ম্যাক্সপ্রো MRAP গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট বাংলাদেশের চট্টগ্রামে হস্তান্তর করেছে। এই MRAP গাড়িগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশী শান্তিরক্ষীদেরকে উপস্থিতমতো বিস্ফোরক যন্ত্র (IED) থেকে সুরক্ষা দিতে এবং বোটগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নদীতীরস্থ ব্যাটেলিয়নের জন্য ব্যবহৃত হবে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ক্রয়কৃত মোট ৫০টি MRAP গাড়ি ও ৭টি মেটাল শার্ক বোটের প্রথম চালান। পুরো এই চালানের মূল্যমান ২৯ মিলিয়ন ডলারেরও বেশি এবং এর মধ্যে ১৩ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে প্রদান করেছে। #USBDPartnership 🇺🇸 🤝 🇧🇩

সর্বশেষ