• ২০২৪ ডিসেম্বর ০৪, বুধবার, ১৪৩১ অগ্রহায়ণ ২০
  • সর্বশেষ আপডেট : ০২:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামে ২৭ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত ০২:১২ অপরাহ্ন বুধবার, ডিসেম্বর ০৪, ২০২৪
কুড়িগ্রামে ২৭ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
গ্রেফতারকৃত পলাতক আসামী কাজী আজানুল হক(৬৫)
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২৯.০৮.২০২১

কুড়িগ্রামে আদালত কর্তৃক ১৬ বছরের  সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজী আজানুল হক(৬৫) কে ২৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (২৯ আগস্ট) ভোর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হকের পুত্র বলে জানা গেছে।


পুলিশ জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা  হয় । উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামী মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন।


জানা যায়, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা'র নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত)গোলাম মুর্তজা ,এসআই প্রলয় কুমার বর্মা, এসআই আব্দুল কাইয়ুম, এসআই আমিনুল এবং এ এসআই শামীম অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

সর্বশেষ