• ২০২৪ নভেম্বর ২১, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উলিপুরে ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক আ'লীগ নেতার বসতভিটা বেদখলের চেষ্টা, জনতার হাতে আটক-৮, পুলিশে সোপর্দ

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
উলিপুরে ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক আ'লীগ নেতার বসতভিটা বেদখলের চেষ্টা, জনতার হাতে আটক-৮, পুলিশে সোপর্দ
আটক সন্ত্রাসী
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি

৩০.০৯.২০২১

কুড়িগ্রাম থেকে ভাড়ায় উলিপুরে এসে এক আওয়ামী লীগ নেতার বাড়ি-ভিটা দখল করতে গিয়ে জনতার হাতে ৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী আটক হয়েছেন। আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামনাছড়া গ্রামের রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজু ইসলামের সাথে প্রতিবেশি আব্দুল হাই এর ১০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে রাজু ইসলামের পিতা মফিজল হক ও আব্দুল হাই এর পিতা নাসির উদ্দিন ব্যাপারী বামনাছড়া গ্রামের রশিদ মার্কেট এলাকায় ১০ শতক জমি নিজেদের সুবিধার্থে ওয়াজ বদল (পরিবর্তন) করে নিজেদের দখলে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু এ ব্যাপারে মৌখিক চুক্তি হলেও কোন দলিল সম্পাদন করা হয়নি।

রাজু ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার বিকালে তার বাড়ি-ভিটা দখলে নিতে আব্দুল হাই কুড়িগ্রাম জেলা সদর থেকে একদল ভাড়াটিয়া ক্যাডার নিয়ে আসে। তারা অতর্কিত বাড়িতে ঢুকে সবাইকে বের করে দিয়ে বাড়ি-ঘর দখলে নেয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির ও আশপাশের লোকজন আত্মচিৎকার শুরু করলে স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে ওই বহিরাগত যুবকদের গ্রামবাসী ঘিরে ফেলেন। এ সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহিরাগত ৮ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।  রাতেই তাদের বিরুদ্ধে নিবর্তনমূলক আইনে মামলা দায়ের করা হয়।  

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর জোদগোবর্ধন গ্রামের আইয়ুব আলীর পুত্র আকাশ (১৯), আঃ লতিফের পুত্র সাঈদ (২৪), মোখলেছুর রহমানের পুত্র আহসান হাবীব (২২), গয়ারী গ্রামের আলী হোসেনের পুত্র হারুন অর রশিদ (৩২), দেলোয়ার হোসেনের ছেলে রাসেল রানা (৩৬), কৃষ্ণপুর গ্রামের শ্যামল রায়ের পুত্র স্বাধীন (১৯), আব্দুল আজিজের ছেলে আল আমিন আহম্মেদ শুভ (২৬) ও কাঠালবাড়ী শিবরাম গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আরিফুল ইসলাম (২৬)।

এ বিষয়ে আব্দুল হাই এর জামাতা মিজানুর রহমান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, আটককৃতরা আমাদের আত্মীয়-স্বজন। তারা এখানে বেড়াতে আসলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। জমি দখলে নেয়ার মত কোন ঘটনা ছিল না।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আটক শুভ ও রাসেলের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ