• ২০২৫ Jul ০১, মঙ্গলবার, ১৪৩২ আষাঢ় ১৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড : নিহত ৩

  • প্রকাশিত ০৫:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ০১, ২০২৫
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড : নিহত ৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

 কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন কয়েকজন।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান।

নিহতরা হলেন- আমান উল্লাহ (২০) ফরিদুল ইসলাম (২৫) ও মো. আইয়াস (২২)। তাদের মধ্যে আইয়াস ১০ নম্বর কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ সাকের মাঝির ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল বলেন, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন।

“আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে জানান ইমদাদুল।

গত মাসের ২২ তারিখ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।

সর্বশেষ