শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাপিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। একাদশ ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর স্রেফ ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দুই তরুণ ব্যাটসম্যান।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম বলেই বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। হাতের মুঠোয় এলো সমীকরণ।
পরপর তিন বলে ড্রেসিং রুমের পথ ধরলেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হ্যাটট্রিক করলেন করিম জানাত!
২ উইকেট হাতে নিয়ে শেষ দুই বলে ২ রানের সমীকরণের সামনে পড়ে বাংলাদেশ। করিমের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট শটে চার মেরে ম্যাচ শেষ করেন শরিফুল ইসলাম বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
শামীম ২৫ বলে ৩৩ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত থেকে যান হৃদয়। সাত ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে ৪৭ রান করেন তিনি। ৩২ বলের ইনিংসে ৩ চারের সঙ্গে মারেন দুইটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ২০ ওভারে ১৫৪/৭ (জাজাই ৮, গুরবাজ ১৬, ইব্রাহিম ৮, করিম ৩, নবি ৫৪*, নাজিবউল্লাহ ২৩, ওমরজাই ৩৩, রশিদ ৩, মুজিব ০*; নাসুম ৩-০-২০-১, তাসকিন ৪-০-২৯-১, শরিফুল ৩-০-৩০-১, সাকিব ৪-০-২৭-২, মুস্তাফিজুর ৪-০-৩১-১, মিরাজ ২-০-১৩-১)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৫৭/৮ (লিটন ১৮, রনি ৪, শান্ত ১৪, সাকিব ১৯, হৃদয় ৪৭*, শামীম ৩৩, মিরাজ ৮, তাসকিন ০, নাসুম ০, শরিফুল ৪*; ফারুকি ৪-০-৩৬-১, মুজিব ৪-০-২২-১, ওমরজাই ৩-০-৩৪-১, রশিদ ৪-০-২৪-১, ফরিদ ২-০-১৭-১, নবি ১-০-৮-০, করিম ১.৫-০-১৫-৩))
মতামত দিন