• ২০২৪ নভেম্বর ২৪, রবিবার, ১৪৩১ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই ! আর জনগনের ভাবনা

  • প্রকাশিত ১১:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই ! আর জনগনের ভাবনা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণি থেকে গত রোববার সন্ধ্যায় মোবাইল হারানোর ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। তখন মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এমন সময় এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিকল্পনামন্ত্রী নতুন সিম তুলেছেন।

পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক গানম্যানকে বিষয়টি জানান। কিন্তু গানম্যান বের হয়ে আর ছিনতাইকারীকে ধরতে পারেননি।

এদিকে মোবাইল ফোন হারানোর ঘটনায় ওই রাতেই কাফরুল থানায় মামলা করেছেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলা নম্বর ৩৬। এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪ তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স (আইএমইআই নম্বর ৩৫৭২৭৫০৯২৭৫৪৮৪ কালো রং) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই চোরের পেছনে ধাওয়া করলেও চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, চোর বিজয় সরণির ঠিক যেখান থেকে মোবাইলটি ছিনতাই করেছে, সেই স্থানটি কাফরুল থানার আওতাধীন। ছিনতাই করার পর চোর লাফ দিয়ে রাস্তার উল্টা পাশে চলে যায় সেটি আবার তেজগাঁও থানার আওতাধীন। ফলে কাফরুল ও তেজগাঁও থানা যৌথভাবে মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে। যদিও এখন পর্যন্ত ফোন উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে।

জনগনের মতামত FB তে:


ছিনতাই কারীকে নোবেল দেওয়া উচিত। মন্ত্রির ফোন যদি ছিনতাই হয় তাহলে সাধারণ জনগণের কি অবস্থা ঢাকা শহরে।


এতে প্রমাণিত হলো পরিকল্পনা মন্ত্রীর চেয়ে বড় মেধাবী পরিকল্পনামন্ত্রী রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু মেধার ভালো সুযোগ না পেয়ে এরা ছিনতাই করে বেড়ায় 😀😀😀😀


চোরের পরিকল্পনা,, মন্ত্রীর পরিকল্পনার চেয়েও অনেক গর্জিয়াস,,, ছিনতাইকারীকে খুজে বের করে তাকে পরিকল্পনামন্ত্রীর আসনে বসানো হোক.....


চোরকে ধরে পরিকল্পনামন্ত্রী বানিয়ে দেয়া হোক! কি পরিকল্পনা মাফিক কাজ!!


একজন মন্ত্রীর এই অবস্থা হলে,দেশে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়???


চোরের পরিকল্পনা মন্ত্রীর পরিকল্পনার চেয়েও অনেক গর্জিয়াস,,, ব‍্যর্থ মন্ত্রীকে পদত‍্যাগ করিয়ে, সুযোগ‍্য ছিনতাইকারীকে মন্ত্রী করার দাবি জানাচ্ছি🙏


মন্ত্রীর ফোন যে লোক ছিনতাই করতে পারে সে কোনো সাধারণ চিনতাই কারী না সে নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করি 🙄


😶 ছিন্তাই কারী একজন দক্ষ ও সুক্ষ্ম পরিকল্পনাকারী যেখানে দেশ ও পরিকল্পনামন্ত্রীর কোন পরিকল্পনা কাজে আসে নাই... 😑 আর দেশের সাধারন জনগনতো এখেত্রে নাবালক ...


চোর পরিকল্পনামন্ত্রীর চেয়ে ও ভালো পরিকল্পনাকারী😂😂 তাই পুরস্কার হিসেবে চোরকে নোবেল ছুড়ে মারা হোক😂😂 এই যদি হয় একজন মন্ত্রীর নিরাপত্তা মাননীয় স্পীকার কিছু বলার নাই😂😂


এবার একটু অনুভব করুন দেশের কি অবস্তা চলছে, আমরা সাধারন মানুষ প্রতিনিয়ত এই রকম অবস্থায় দিন পার করছি, সরকারের দায়িত্বসিল ব্যক্তিদের অনুরোধ করবো মাঝেমাঝে প্রটোকলের বাহিরে এসে একটু দেখুন আমরা সাধারন মানুষ কতটা অসহায় ...


পরিকল্পনা মন্ত্রীর সব সিদ্ধান্ত এবং উনার এলাকার উন্নয়ন দেখে আমি উনার একজন ভক্ত। উনাকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু মোবাইল ছিনতাই যে হইছে তাতে আমি অনেক খুশি হইছে কারণ এইভাবে মন্ত্রী, সচিব এবং সিনিয়র অফিসারের মোবাইল প্রতিদিন ছিনতাই হলে তারা ছিনতাই কারীর বিরুদ্ধে একটা ব্যবস্থা করবেন।


পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই হওয়ার মধ্য দিয়ে বুঝা যায় দেশের চোরদের পরিকল্পনার জোর আমাদের মন্ত্রীদের থেকেও বেশি😂


যে এই চুরির পরিকল্পনা করেছে তাকেই পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেয়া হোক


এখন আমাদের পরিকল্পনার মন্ত্রীর উচিত "নতুন একটা পরিকল্পনা করে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাহেবের সহায়তা নিয়ে আমাদের চৌকস পুলিশ ভাইদের দিয়ে তার এই বিশাল পরিকল্পনার বাস্তবায়ন করা"। নোট: পরিকল্পনার জন্য পর্যাপ্ত বাজেট না থাকলে এই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়।


এতেই বুঝা যাচ্ছে দেশে সাধারণ নাগরিক এবং মন্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। সমান সুযোগসুবিধা। এগিয়ে যাচ্ছি আমরা।


এখন কি রকম বোধ করছেন স্যার? 😂 সাধারণ মানুষ প্রতিনিয়ত এটা ভোগ করে..😐 বিচার ব্যবস্থা উন্নত করুন।


এক গ্রামে এক কৃষকের গরু হারিয়ে গেছে। সারাদিন খোঁজা খুজি করে না পেয়ে শুষ্ক মুখে বাড়িতে ফিরে আসে, দাওয়ায় বসে পুত্রকে বলে ‘এক গ্লাস পানি দাও তো ভাই?’ স্ত্রী ছিলো রান্নাঘরে- এটা শুনে বলে ‘তুমি কি চোখের মাথা খেয়েছ? পাগল হয়ে গেলে যে ছেলে কে ভাই বলতেছ?’ জবাবে স্বামী বলে- গরু হারালে এমনই হয় রে মা!”


ইহা একটি সুপরিকল্পিত ছিনতাই। যা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাফল্যেরই একটি ধারাবাহিক অংশ।


ছিনতাইকারীকে অবিলম্বে বীর-উত্তম পদকে ভূষিত করে বেতন ভাতার ব্যাবস্থা করার জোর দাবি জানাই। নইলে সাধারন জনগনের পক্ষ থেকে সকল মন্ত্রণালয় বয়কট করা হবে।... 😎😎😎


দুঃখ প্রকাশ করছি। উনি জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা করতে adult toy shop থেকে অর্ডার করে এই আইফোন এনেছিলেন! ঢাকা বাঁশির জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা করতে! কচুরি পানা দিয়ে ঢাকা বাঁশির জন্য ভাসমান রাস্তার তৈরির ফুল পরিকল্পনা রয়েছে এই আইফোনে। ঢাকার চাটুকার বাহিনীর অভিযানে আশা করি খুব শীগ্রই উদ্ধার হবে, ঢাকা বাঁশির স্বপনের পরিকল্পনা।😂😂😂😂

৮৬৩ জন প্রায় এমন মতামত দিয়েছে...

সর্বশেষ