• ২০২৫ এপ্রিল ০৪, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়ের খোঁজে মরিয়া সিলেট স্ট্রাইকার্স

  • প্রকাশিত ০৮:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
জয়ের খোঁজে মরিয়া সিলেট স্ট্রাইকার্স
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

সিলেট পর্বে প্রথম ম্যাচে ছিল উপচেপড়া দর্শক কিন্তু সিলেটের ব্যর্থতায় দ্বিতীয় ম্যচেই দেখা গেলো উল্টো চিত্র। গ্যালারির বেশিরভাগ অংশ ছিল ফাঁকা।

ঘরের মাঠের দর্শক সমর্থন নিয়েও পারছে না সিলেট জয়ের খোঁজে মরিয়া সিলেট স্ট্রাইকার্স।

আজ (সোমবার) তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে।

সংবাদ সম্মেলনে ওপেনার জাকির হাসান বললেন, ‘হার তো সবসময়ই কষ্টের। হার কখনোই সুখের না। গত বছর আমরা ভালো করেছিলাম। এবার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমরা চেষ্টা করছি এখনও ৬-৭টা ম্যাচ বাকি আছে গত বছর আমরা পারফর্ম করতে পেরেছি বলেই প্রথম ম্যাচে এবার দর্শক এসেছে। আজও দর্শক একটু কম ছিল দিনের ম্যাচ বলে। আমরা যদি পারফর্ম করতে পারি, আগামী ম্যাচে হয়তো দর্শক আবার আসবে।

সর্বশেষ