• ২০২৫ জানুয়ারী ০৩, শুক্রবার, ১৪৩১ পৌষ ২০
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুই রাস্ট্রের প্রধান মোদী-ইউনূস ফোনালাপ

  • প্রকাশিত ০৯:০১ পূর্বাহ্ন শুক্রবার, জানুয়ারী ০৩, ২০২৫
দুই রাস্ট্রের প্রধান  মোদী-ইউনূস ফোনালাপ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরস্পরের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী এক টুইটার পোস্টে জানিয়েছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে থেকে টেলিফোন কল পেয়েছেন তিনি।

মি. মোদী লিখেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন তারা।

"ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ, স্থিতিশীল, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। তিনি (অধ্যাপক ইউনুস) হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন," উল্লেখ করা হয়েছে টুইটার পোস্টে।

এর আগে গত আটই অগাস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারবিহীন অবস্থা এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী পরবর্তী তিন দিনে অন্তত ২৯ টি জেলায় হিন্দুদের বাড়ি-ঘর, উপসনালয়ের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের প্রচুর ভুয়া তথ্যও ছড়ায়।

ভারতের কোনো কোনো গণমাধ্যমে এমন কিছু ভুয়া তথ্য খবর হিসেবে প্রকাশিতও হয়।

এর সাথে পাল্লা দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গণেও এ ব্যাপারে আলাপ-আলোচনা বাড়তে থাকে।

এছাড়া, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়।

এমন প্রেক্ষাপটেই দুই সরকার প্রধানের ফোনালাপের খবর জানা গেল। 

বিবস্ত্র করার ঘটনা মানবাধিকার লঙ্ঘন - সারজিস আলম

ধানমন্ডি ৩২ নম্বরে একজনকে বিবস্ত্র করা, গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মি. আলম বলেন, ১৫ ই অগাস্টে ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে, সেগুলো অনাকাঙ্ক্ষিত। 

"এসব গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না," যোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। 

পাঁচই অগাস্টের পর থেকে পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব শিক্ষার্থীরা পালন করে আসছিলো।

তবে, গত রোববার থেকে সচল হতে শুরু পুলিশের কার্যক্রম।

এখন তাদের কাজগুলো থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার কথা বলছেন মি. আলম।

"যখন পুলিশ, ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রসমাজকে সেখান থেকে সরে যেতে হবে," বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।


শপথ নিলেন আরো চার উপদেষ্টা

অন্তবর্তী সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন।

তারা হলেন— ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

কিছুক্ষণ আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিলো।

গত আটই অগাস্ট প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন।

এই চার জন যুক্ত হওয়ায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে।



সর্বশেষ