চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। কারাবন্দী স্বামীর দুঃশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়া এক নারী সন্তান জন্ম দেওয়ার পর মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং রূপসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহপরান আলম খানকে সম্প্রতি পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্বামীর আকস্মিক গ্রেপ্তার দেখে তার গর্ভবতী স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি দীর্ঘদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
গতকাল (ঘটনার দিন) চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। কারাগারে থাকায় শাহপরান আলম খান তার স্ত্রীর এই কঠিন সময়ে পাশে থাকতে পারেননি এবং নবজাতক সন্তানের মুখও দেখতে পারেননি।
এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে একটি মর্মান্তিক পরিণতি হিসেবে উল্লেখ করে এর জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন। শাহপরানের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা প্রশ্ন তুলেছেন, "যদি ইউনিয়ন পর্যায়ে কোনো সহিংস আন্দোলন না হয়ে থাকে, তাহলে একজন রাজনৈতিক কর্মীর পরিবারকে কেন এমন নির্মমতার শিকার হতে হলো?"
মা-হারা নবজাতক শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে এবং এই অকাল মৃত্যুর জন্য ন্যায়বিচার দাবি করেছেন। বর্তমানে শিশুটি মাতৃহারা এবং তার বাবা কারাগারে বন্দী। এই হৃদয়বিদারক ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি পরিবারের জীবনে নেমে আসা চরম বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
#মাহারানবজাতক #জন্মেইএতিম
#বাবাকারাগারে #মানবতারমৃত্যু
#চাঁদপুরেরকান্না #অভাগাশিশু
মতামত দিন