• ২০২৫ অগাস্ট ২১, বৃহস্পতিবার, ১৪৩২ ভাদ্র ৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২১, ২০২৫
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার
File
মতিউল ইসলাম (মতি)

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার 


মতিউল  ইসলাম (মতি) 


দেশের শৃঙ্খলা পরিবর্তনের লক্ষ্যে অঙ্গীকার  বাংলাদেশ পুলিশের। তারি অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ০৮ আসামি গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও থানা এলাকায় ১৮/০৮/২৫ খ্রিঃ ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে। 

১/ ৫৫ পিচ ইয়াবাসহ শামসুল আলম(৫৮)কে গ্রেফতার পূর্বক ঈদগাঁও থানার মামলা নং-১৪, তারিখ- ১৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- মাঃ দ্রঃ নিঃ আইন ৩৬(১) সারণির ১০(ক) মামলা  রুজু।

২। ২০ লিটার চোলাই মদ সহ সালেহা আক্তার(২৮)কে  গ্রেফতার পূর্বক  ঈদগাঁও থানার মামলা নং-১৫, তারিখ- ১৯/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- মাঃ দ্রঃ নিঃ আইনের  ৩৬(১) সারণির ২৪(খ) মামলা রুজু। 

৩। সিআর সাজা পরোয়ানা মূলে রেজাউল করিম।

৪। সিআর সাজা পরোয়ানা মূলে দেলোয়ার হোসেন।

৫। ঈদগাঁও  থানা মামলা  নং-১৩(০৮)২৫, ধারা-৪০৮/৪১১/৩৪ পিসি এজাহার নামীয় আসামী ০১। রোকন উদ্দিন,০২। কামাল হোসেন,০৩। আজমত আলী,০৪।মোঃ ইমরানগণ। 

এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর এর বক্তব্যে নেওয়া হলে তিনি বলেন। অপরাধীদেরকে কোনভাবে আশ্রয় এবং প্রশ্রয়  দেওয়া যাবে না।অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন,তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ পুলিশ। এই ধরনের অভিযান  আগামিতেও চলমান থাকবে। 

এবং সকল আসামীদের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ