নরসিংদী সদর উপজেলা থেকে আগত নিজ দলের নেতা–কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সংসদের উত্তর অঞ্চলের সংগঠক এডভোকেট শিরীন আক্তার।
মতবিনিময় সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং মাঠ পর্যায়ের নেতা–কর্মীদের সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিরীন আক্তার বলেন, "দলের শক্তি হলো তৃণমূলের নেতা–কর্মী। সংগঠনকে শক্তিশালী করতে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নূর হোসেন, যুগ্ম সমন্বয়কারী সফিকুল ইসলাম এবং নরসিংদী জেলা সমন্বয় কমিটির সদস্য হাবিব ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, এনসিপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন