খোরশেদআলম সভাপতি,সাধারন সম্পাদক নুরুল হোসাইন ও সাংগঠনিক আমানুল ইসলাম
হিউম্যান এইড কক্সবাজার জেলা কমিটি অনুমোদন
মতিউল ইসলাম (কক্সবাজার)
HUMAN AID INTERNATIONAL
(আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম,সাধারন সম্পাদক নুরুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম সহ ১৯ জন দায়িত্ব পেলো জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য।
এদেশের গর্বিত মানবাধিকার নেত্রী, কলম সৈনিক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)'র প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন।
কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক নুরুল হোসাইন এর আবেদনে সহকারি মহাসচিব সাঈদা সুলতানা ও কেন্দ্রীয় সুপারিশে মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার এ কমিটি অনুমোদন দেন প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন।
টেকনাফ থেকে তেতুলিয়া যিনি চলেছেন মানবাধিকারের ঝান্ডা হাতে, তিনি এখন পৃথিবীর পথে- আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাজ করার সুযোগ হয়েছে আমাদের নেতার, এদেশের গর্বিত নারী মানবাধিকার নেতা, কলম সৈনিক, আন্তজার্তিক স্বীকৃতি প্রাপ্ত মানবাধিকার সংস্থা (হিউম্যান এইড ইন্টারন্যাশনাল'র প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন মহোদয় ও সহকারি মহাসচিব সাঈদা সুলতানা এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন,হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দরা।
মতামত দিন