পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার ও নির্মাণ সামগ্রী রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জরিমানা করা হয়।
জানা যায়, নির্মাণ সামগ্রী রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে দুটি ট্রাক এর ড্রাইভারকে ৪ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এ সময় বালু ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন তেঁতুলিয়া এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে তেঁতুলিয়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
মতামত দিন