শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এদিকে ভূমিকম্পের পর একাধিক দুর্ঘটনায় কল পেয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের। এর মধ্যে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়ার সংবাদ গিয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলের উদ্দেশে তাদের ইউনিট রওনা হয়েছে।
মতামত দিন