সবার আগে বাংলাদেশ
মতিউল ইসলাম (স্টাফ রিপোর্ট)
একটি জাতিকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে দেশ প্রেমের গুরুত্ব অপরিসীম। এটি মানুষকে ঐক্যবদ্ধ করে, জাতীয় পরিচয় তৈরি করে এবং দেশের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলে। দেশপ্রেমিক নাগরিকদের দেশের উন্নয়ন, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় অনুপ্রাণিত করে, যা একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গঠনের পথ সুগম করে। দেশপ্রেম ও আত্ম মর্যাদা বোধ স্বাধীন সার্বভৌম যে কোন দেশের জন্য মূল্যবান সম্পদ। দেশের প্রতি যার অন্তরে ভালোবাসা বিদ্যমান, দেশের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা তার সহজাত বিষয়। দেশীয় সংস্কৃতি লালন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সচেতন থাকা গণমানুষের শত্রুদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করা দেশপ্রেমের অনুপম দৃষ্টান্ত। পবিত্র মক্কা শরীফ থেকে বিদায়ের প্রাক্কালে রাসূল (সা:) বলেছিলেন, ভূখণ্ড হিসেবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত তবে কিছুতেই আমি অন্যত্র বসবাস করতাম না। প্রতিটা মানুষের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে সাহসী মন মানসিকতার প্রয়োজন। সমাজের বা রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি ও নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসিকতা থাকা অপরিসীম। যেসব মানুষ দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের মধ্যে একটা সৎ সাহসিকতা তৈরি হয়। এমনই একজন সৎ সাহসী ব্যক্তি সিরাজগঞ্জের কৃতি সন্তান শ্রদ্ধেয় গোলাম রসূল সাহেব, সাবেক পরিচালক, চট্টগ্রাম বন্দর। সারা জীবন সততার সাথে দায়িত্ব পালন করেছেন। আর এই সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। কিন্তু কেউ তার এই সৎ সাহসিকতা থেকে এক বিন্দু দমাতে পারে নাই। এত বড় দায়িত্ব পালন করা সত্ত্বেও তিনি খুব সাদামাটা জীবন যাপন করেছেন। কারণ তিনি একজন দেশ প্রেমিক এবং একজন সৎ সাহসী মানুষ। আর এই সাহসী পিতার সাহসী সন্তান সাব্বির আহমেদ তামিম সিরাজগঞ্জ ১ (কাজিপুর) আসন থেকে এবি পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী মেডিএইডার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসসিবিএ সম্পন্ন করেছেন। সাব্বির আহমেদ তামিম যেন তার পিতারই প্রতিচ্ছবি। বাবার মতোই একজন সৎ সাহসী ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি প্রায় এক যুগ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেছেন। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে চিকিৎসা খাতে ব্যবসা শুরু করেন। যাতে সাধারণ মানুষকে খুব সহজেই চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। তারই ধারাবাহিকতায় ব্যবসার পাশাপাশি একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সমাজসেবা মূলক প্রতিষ্ঠানটির নাম (ডোনেট ফর গুড)। এই দাতব্য সংস্থার মাধ্যমে গত পাঁচ বছরে তিনি প্রায় তিন কোটি টাকার খাদ্য বিতরণ করেছেন। এছাড়াও প্রায় ২০ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তার এই কার্যক্রম সম্পন্ন ক্রাউড ফান্ডিংয়ের এর মাধ্যমে পরিচালিত হয়।
সাব্বির আহমেদ তামিমের নির্বাচনী প্রতিশ্রুতি, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা। কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূরীকরণ। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি খাতে বিপ্লব ঘটানো। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে, এখন সংস্কার এবং পরিবর্তনের উত্তম সময়। রাজনীতি এখন আর আগের মত পেশি শক্তি আর টাকার বিনিময়ে হবে না। সৎ এবং যোগ্য প্রার্থীকে মানুষ তখনই চিনতে পারবে যখন মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশে কোন কিছুরই অভাব নেই। অভাব শুধু একটাই সৎ নেতৃত্বের। সঠিক এবং সৎ সাহসী মানুষের হাতে দেশ পরিচালনা হলে এই দেশ খুব দ্রুত উন্নতির চরম শিখরে পৌঁছাবে। সেজন্য প্রতিটা মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আবশ্যক। দেশের প্রতিটা মানুষ গর্ব করে বলবে আমি বাঙালি। তাই দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে, সবার মুখে একটাই কথা, সবার আগে বাংলাদেশ।
মতামত দিন