নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আক্তারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শহর বিএনপির অধীনস্থ ৯ নং ওয়ার্ডসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জননেতা খায়রুল কবির খোকন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য ও দেশের শান্তি–সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার রোগমুক্তি আজ দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রীর পাশে আছে এবং তার সুস্থতার জন্য নিয়মিত দোয়া অব্যাহত রাখবে।
আয়োজকদের মধ্যে ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মতামত দিন