• ২০২৫ ডিসেম্বর ০৫, শুক্রবার, ১৪৩২ অগ্রহায়ণ ২০
  • সর্বশেষ আপডেট : ০২:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আজ রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে

  • প্রকাশিত ০২:১২ পূর্বাহ্ন শুক্রবার, ডিসেম্বর ০৫, ২০২৫
আজ রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে
File
শহীদুর রহমান জুয়েল

আজ রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে

 


  

উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে (বৃহস্পতিবার) অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। কাতার সরকরের পাঠানো ‘কাতার এয়ার অ্যাম্বুলেন্সে’ তাকে দেশটিতে রওনা হবেন। এই দলে চিকিৎসকসহ ১৪ জন রয়েছেন।


বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।


১৪ জনের দলে যাচ্ছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী), ডা. নুরুদ্দীন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, মো. আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর দুই সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামীম মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী আব্দুল হাই মল্লিক, প্রাইভেট সিকিউরিটির সহকারী মো. মাছুদুর রহমান, খালেদার জিয়ার গৃহপরিচালিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।


গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। সে সময় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি।


এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।



সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

সর্বশেষ