• ২০২৫ ডিসেম্বর ২১, রবিবার, ১৪৩২ পৌষ ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল এবং ফারুক হত্যাচেষ্টা মামলার আসামীরা গ্রেফতার মতিউল ইসলাম

  • প্রকাশিত ০৪:১২ অপরাহ্ন রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল এবং ফারুক হত্যাচেষ্টা মামলার আসামীরা গ্রেফতার     মতিউল ইসলাম
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল এবং ফারুক হত্যাচেষ্টা মামলার আসামীরা গ্রেফতার 


মতিউল ইসলাম 


কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ০৫ জন আসামী গ্রেফতার।


গত ০৯/১২/২০২৫ খ্রি. রাত অনুমান ২০:৪০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকা হতে বাস টার্মিনালের দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উত্তরন আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে কতিপয় দুর্বৃত্ত একাধিক মোটরসাইকেলযোগে এসে আকস্মিকভাবে ভিকটিম যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে  পুলিশ সুপার, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার একটি আভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করে। 


গত ১৯/১২/২০২৫ খ্রি. ভোর বেলায় কক্সবাজার সদর মডেল থানার আভিযানিক দল বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন মিরজিরি মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সঙ্গে জড়িত ৫ জন আসামিকে একত্রে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার পর থেকে আসামীরা পর্যটক সেজে উক্ত স্থানে আত্মগোপনে ছিল


গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা তারা হলেন

১। কামরুল হাসান বাবু (২৬), পিতা- নাছির উদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং- পূর্ব লার পাড়া, ওয়ার্ড-০১, ঝিলংজা ইউপি, কক্সবাজার।


২। ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), পিতা- নজরুল ইসলাম, মাতা- খোরশিদা বেগম, সাং- পূর্ব লার পাড়া, ওয়ার্ড-০১, ঝিলংজা ইউপি, কক্সবাজার।


৩। আব্দুল কাইয়ুম (৩৩), পিতা- মৃত সাহাব উদ্দিন, মাতা- শাকেরা বেগম, সাং- পূর্ব লার পাড়া, ওয়ার্ড-০১, ঝিলংজা ইউপি, কক্সবাজার।


৪। মোঃ সাকিব (২০), পিতা- ওসমান গনী, মাতা- ইয়াসমিন আক্তার, সাং- পূর্ব লার পাড়া, ওয়ার্ড-০১, ঝিলংজা ইউপি, কক্সবাজার।


৫। মাসুদ হাসান বকুল (১৮), পিতা- নাসির উদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং- পূর্ব লার পাড়া, ওয়ার্ড-০১, ঝিলংজা ইউপি, কক্সবাজার।

সর্বশেষ