• ২০২৫ ডিসেম্বর ২১, রবিবার, ১৪৩২ পৌষ ৭
  • সর্বশেষ আপডেট : ০৭:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার কুতুবদিয়া মালেক শাহ (রাহ.)’র কুতুব শরীফ দরবারে জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৭:১২ অপরাহ্ন রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
কক্সবাজার কুতুবদিয়া মালেক শাহ (রাহ.)’র কুতুব শরীফ দরবারে জরুরি সভা অনুষ্ঠিত
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার কুতুবদিয়া মালেক শাহ (রাহ.)’র কুতুব শরীফ দরবারে জরুরি সভা অনুষ্ঠিত


মতিউল ইসলাম (কক্সবাজার) 


অলিকুল সম্রাট হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মহিউদ্দিন আজমী (রাহ.)’র ২৬তম বার্ষিক ওরস-ফাতিহা শরীফ আগামী ২৯ ও ৩০ জানুয়ারি কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার প্রাঙ্গণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ডিসেম্বর বাদে এশা কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হযরত মালেক শাহ (রাহ.)’র বড় শাহজাদা হযরতুল আল্লামা এম এম মনিরুল মান্নান আল-মাদানী।

সভায় শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন দরবার পরিচালক ও গদিনশীন আলহাজ্ব শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী, যুগ্ম পরিচালক যথাক্রমে - শাহজাদা আতিকুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা  জিল্লুল করিম  আল-মালেকী ও দরবারের শেখ আখতারুল হক আল কুতুবী।   


সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দরবার এন্তেজামিয়া কমিটির মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শরীফ, যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খাঁন,  দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির বাদশাহ, প্রফেসর আবু ছাদেক মুহাম্মদ সায়েম সিকদার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী, বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দীন সিকদার, লেমশীখালীর রেজাউল করিম, ছৈয়দুল করিম, সাংবাদিক মনিরুল ইসলামসহ আরও অনেকে।

সভায় ওরস-ফাতিহা শরীফ সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা করা হয়।

সর্বশেষ