• ২০২৫ ডিসেম্বর ২৮, রবিবার, ১৪৩২ পৌষ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৮:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজারের গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক নিহত

  • প্রকাশিত ০৮:১২ অপরাহ্ন রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
কক্সবাজারের গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক নিহত
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজারের গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক নিহত 


কক্সবাজার প্রতিনিধি:


কক্সবাজারের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে ফারুক গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলার শিকার হন ফারুক ও আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ফারুকের অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। অপর গুলিবিদ্ধ সাইফুল ইসলাম কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গুলিবিদ্ধ ফারুক ও সাইফুল ইসলাম—উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ