এয়ারপোর্ট থানার অভিযানে মাদক সহ ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাদামবাগিচা থেকে তোফায়েল আহমদ আসাদ ওরফে রুমান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।
সোমবার (২৯ ডিসেম্বর) আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত সোয়া ১২টার দিকে (রবিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় তাকে গ্রেপ্তার করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, তোফায়ের আহমদ আসাদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার শিবপাশা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। বর্তমানে তিনি বাদামবাগিচা এলাকার ১নং মসজিদ গলির উজ্জল মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসোবাস করছিলেন।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মতামত দিন