নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
মতিউল ইসলাম মতি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) ফেরদৌস রনি (বিপি-৮৫১৪১৬৮৩৯৯) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ০৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের ক্যাকরোপ জুমখোলা গ্রামে অভিযান পরিচালনা করে। নাইক্ষ্যংছড়ি বাজারগামী পাকা রাস্তার উত্তর পাশে একটি উঁচু টিলার ওপর থেকে থোয়াইহ্লা সিং মার্মা (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত থোয়াইহ্লা সিং মার্মার পিতা চাহ্লা প্রু মার্মা ও মাতা মিছাই ঞো প্রু মার্মা। তিনি ক্যাকরোপ জুমখোলা গ্রামের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পলাতক আসামি মংকিউ চিং (৪৫)-এর কাছ থেকে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন আটক ব্যক্তি। পলাতক আসামির পিতার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) ফেরদৌস রনি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী থানার এফআইআর নং-২, জিআর নং-২, তারিখ ৩ জানুয়ারি ২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহা (বিপি-৮৫১৫১৭২০৩৭)-কে।
এবিষয়ে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, আটক আসামিকে চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন