বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
আজ ১১ জানুয়ারি সকাল ১০টায় সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি আসাদ খান।
এছাড়াও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী ও কর্মচারীদের উৎসাহ প্রদান এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতামত দিন