আরকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবকের পা বিচ্ছিন্ন!
মতিউল ইসলাম (কক্সবাজার)
সম্প্রতি সময়ে ঝুকিতে দিন পার করছেন কক্সবাজার টেকনাফের
সাধারণ মানুষ। নিষ্ক্রিয় ভাবে দেখা যাচ্ছে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অথচ সম্প্রতি সময়ের আরকান আর্মির সংঘর্ষের গোলাগুলির গোলা ছুটে এসে টেকনাফে প্রতিনিয়ত কারো না কারো প্রাণ দিতে হচ্ছে। আজও এমন এক দৃশ্য দেখা গেছে,
নাফনদীতে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার বাসিন্দার ফজল করিমের পুত্র।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাফ নদীতে মাইন বিস্ফোরণে এই যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হযেছে বলে জানা গেছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়েছি।
স্থানীয়রা সতর্ক করেছে, নাফ নদী ও আশপাশের এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
মতামত দিন