• ২০২৪ নভেম্বর ২৫, সোমবার, ১৪৩১ অগ্রহায়ণ ১১
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ডিবি পরিচয়ে মহিষ ছিনতাই : মহিষভর্তি ট্রাক উদ্ধার

  • প্রকাশিত ১০:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সিলেটে ডিবি পরিচয়ে মহিষ ছিনতাই : মহিষভর্তি ট্রাক উদ্ধার
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করেছে।

শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ ভাইপাস সড়কে ট্রাক ও ৮টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে মহিষভর্তি ট্রাক উদ্ধার করে পুলিশ। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এর আগে ঘটনার সময় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রাতে অভিযান চালিয়ে মহিষ ও ট্রাককে উদ্ধার করা হয়েছে। আর রবিবার বিকালে আটক ৩ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

দায়েরকৃত মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন- চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ইছানগর (ইসমাইল হাজির বাড়ি) গ্রামের সাকির আহমদের ছেলে মো. মুহিউদ্দিন (৪২), একই গ্রামের শরাফত আলীর ছেলে মো. নুর নবী (৩০), ওই গ্রামের সোহাগ (৩২), ফারুক (৩০) ও দিদার (৩৩), কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. গোলাম মোস্তফা রুবেল (২৮) এবং মৌলভীজার জেলার বড়লেখা থানার কেহুরীগুল গ্রামের মর্তুজ আলীর ছেলে আব্দুল আজিজ (৩০)। 

এর মধ্যে মুহিউদ্দিন, তৈয়ব ও রুবেলকে ঘটনার সময় জনতা আটক করেন।

স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায়  সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। পথিমধ্যে শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা ও র‍‍্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুরে বাইপাস এলাকায় আসলে মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা ৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাকচালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে ট্রাক নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যায়।

বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসামাত্র ট্রাকের চালক ও সহকারী চিৎকার এবং ছিনতাইকারীদের সঙ্গে ধাস্তিধস্তি শুরু করেন। এসময় স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাসকে ধরে ফেলেন। তবে ছিনতাইকারীদের ৩ জনকে আটক করা গেলেও দুজন পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।

সর্বশেষ