• ২০২৫ এপ্রিল ১৯, শনিবার, ১৪৩২ বৈশাখ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সমন্বয়ক পরিচয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট, দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত ১০:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
সমন্বয়ক পরিচয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট, দুইজন গ্রেপ্তার
ডেস্ক
ডেস্ক রিপোর্ট :

ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মারুফ হাসান পল্লব (৩২) ও আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)।

গত মঙ্গলবার ও বুধবার পৃথক দুই অভিযানে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে লুট হওয়া ১৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, একটি পাসপোর্ট ও লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ৯/১০ জন দুস্কৃতকারী উত্তরা-পশ্চিম থানার ১২নং সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের ৬১ নাম্বার বাসার ম্যানেজারকে জিম্মি করে বাসাটির ৬ষ্ঠ তলায় ড. হারুনুর রশিদ হাওলাদারের ফ্ল্যাটে বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে।


এসময় তারা ফ্ল্যাটে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে ফেলে এবং হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ড. মমতাজ শাহানারাকে (ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল) বলেন তাদের ফ্ল্যাটে অবৈধ অস্ত্র ও টাকা মজুদ আছে। এজন্য তাদেরকে পুলিশ ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ড. মমতাজ শাহানারার নিকট ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।


তবে ড. মমতাজ চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে দুষ্কৃতকারীদের মধ্যে কয়েকজন তার সাথে কথা বলতে থাকেন এবং বাকিরা তার শোবার ঘর থেকে ৮৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লক্ষ টাকা লুট করে নেন। এ ঘটনায় গত ২০ অক্টোবর) ড. মমতাজ শাহানারা বাদী হয়ে অজ্ঞাতনামা ৯/১০ জন এর বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।


উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, মামলা রুজু হওয়ার পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। জড়িতদের গ্রেপ্তার অভিযানকালে গত মঙ্গলবার ভোর রাতে উত্তরা ৪নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে ঘটনায় জড়িত মো. মারুফ হাসান পল্লবকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার হেফাজত থেকে লুন্ঠিত ১৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি পাসপোর্ট ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে পল্লবের দেয়া তথ্যে বুধবার উত্তরার ১২নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ