• ২০২৫ মে ১৩, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় স্কুল শিক্ষার্থীকে বলাৎকার: মামলা হওয়ার পরও আসামি ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশিত ০৫:০৫ অপরাহ্ন মঙ্গলবার, মে ১৩, ২০২৫
ভালুকায় স্কুল শিক্ষার্থীকে বলাৎকার: মামলা হওয়ার পরও আসামি ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর ক্ষোভ
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় স্কুল শিক্ষার্থীকে বলাৎকার: মামলা হওয়ার পরও আসামি ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর ক্ষোভ


ইমন সরকার, ময়মনসিংহ


ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে স্কুল শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থানায় মামলা (নম্বর-১১) হলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় চান্দাব গ্রামের ওই শিক্ষার্থী নিজ রুমে পড়াশোনা করছিল। এ সময় একই গ্রামের নাজিম উদ্দিন নাজু (৫৫) হঠাৎ ওই শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে বলাৎকার করে। শিক্ষার্থীর ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে নাজিম উদ্দিন পালিয়ে যায়।


পরদিন ৯ মে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে ভোক্ত ভুগী ওই শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে। তবে ঘটনার তিন দিন পার হলেও অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার না করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।


এ বিষয়ে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, বলাৎকার ঘটনায় মকমলা রেকর্ডসহ আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাছাড়া আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দীও রেকর্ড করা হয়েছে।


এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার সচেতন মহল দ্রুত অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ