কক্সবাজার টেকনাফে নাফনদীতে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজ
মতিউল ইসলাম (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে নৌকা দিয়ে মাছ শিকারের সময় পানির স্রোতে এক জেলে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে আব্দুল খালেদ (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই রোববার সকালের দিকে তিনটি নৌকায় ১৮ জন জেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীতে টানা জাল দিয়ে মাছ শিকারে সময় স্রোতে ভেসে আব্দুল খালেদ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, জেলেদের কাছ থেকে জানতে পেরেছি নাফনদীতে মাছ শিকারের সময় আব্দুল খালেদ নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করা হলেও এখনো তার সন্ধান মিলেনি।
মতামত দিন