• ২০২৫ Jul ০৮, মঙ্গলবার, ১৪৩২ আষাঢ় ২৪
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার উখিয়া কামাল মেম্বারকে জবাই করে হত্যা এবং সাগরে ভেসে গেল তিনি শিক্ষার্থী!

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ০৮, ২০২৫
কক্সবাজার উখিয়া কামাল মেম্বারকে জবাই করে হত্যা এবং সাগরে ভেসে গেল তিনি শিক্ষার্থী!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার উখিয়া কামাল মেম্বারকে জবাই করে হত্যা এবং সাগরে ভেসে গেল তিনি শিক্ষার্থী! 


মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি:

  কক্সবাজার উকিয়ার জালিয়া পালংয়ের কামাল হোসেন মেম্বারের জবাইকৃত মৃতদেহ উদ্ধার। 

এবং প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা প্রত্যেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


তাদের একজন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সমুদ্র সৈকতে যান। সেখানেই ঘটে দুর্ঘটনা।


রিয়াদ মিয়া বলেন, “ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও বাকি তিনজন সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে।”


“এমনকি মাছ ধরতে থাকা মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে আর পাওয়া যায়নি” – বলেন রিয়াদ।


কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে এক জনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুজনকে পাওয়া যাচ্ছেনা।


কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, মৃত কে এম সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ।


“আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে” বলেন সোমনাথ।


কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, সাগর এতো উত্তাল সেখানে ডুবুরি নামাও কষ্টের হয়ে গেছে। স্রোত অনেক বেশি। আমরা পর্যবেক্ষণ করছি।


সী-সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান জানান, তারা যখন সমুদ্রে নামেন তখন উত্তাল জোয়ার ছিলো। দুপুর ১২ টায় ভাটা হওয়ার পর ফায়ার সার্ভিসের সাথে লাইফ গার্ডের কর্মীরাও চেষ্টা করছে উদ্ধারের।

সর্বশেষ