• ২০২৫ Jul ০৭, সোমবার, ১৪৩২ আষাঢ় ২৩
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তার কোটি টাকার ঘুষ বাণিজ্য!

  • প্রকাশিত ০৯:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ০৭, ২০২৫
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তার কোটি টাকার ঘুষ বাণিজ্য!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তার কোটি টাকার ঘুষ বাণিজ্য! 


 মতিউল ইসলামম(মতি) কক্সবাজার প্রতিনিধি:


কক্সবাজার দক্ষিণ বন বিভাগের  রামু উপজেলা রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তা ইস্রাবিল এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের  অভিযোগ উঠেছে। 

 অনুসন্ধানে জানা গেছে রামু উপজেলার  রাজারকুল রেঞ্জের আওতাধীন ২০০৭ সালের আগরবাগান এবং ২০২১ সালের বিশ্বব্যাংকের আওতাধীন  যে বাগান গুলো রয়েছে, তা এখন প্রভাবশালীদের দখলে। অভিযোগ আছে মোট অংকের টাকা লেনদেনের সুবিধা নিয়েছে রামু উপজেলা   রাজারকুল রেঞ্জের অসাধু বন কর্মীরা। যার ফলে বর্তমানে সরকারি পাহাড়গুলো বিলুপ্তির পথে, আবাসস্থল হারাচ্ছে বন্যপ্রাণীরা, যার ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে । সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখলেও না দেখার ভান করে আছে, রহস্যজনক কারণে।অভিযোগ আছে ঘুষ বানিজ্য এবং প্লট দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য প্রতিবেদকের কাছে । 


স্থানীয়দের অভিযোগ রাজারকুল রেঞ্জের বিট কর্মকর্তা ইস্রাবিল যোগদান করার পর পর প্লট বিক্রয় সরকারি পাহাড় দখল অবৈধ বালি উত্তোলন সৌমিলের মালিকদের কাছ থেকে মাসিক মাসোয়ারা ঘুষ গ্রহণ বেড়েই চলছে। 

 সে করে নাই এমন কোন অপকর্ম নেই। যা শিয়াল মামার পাঠশালার গল্প কেও হার মানিয়েছে।রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তাদের মোট অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে বন বিভাগের প্লটে ঘর নির্মাণ করেছেন,  তারা হলেন-


 খুনিয়া পালং ইউনিয়নের ছাদের কাঁটা ২ নং ওয়ার্ডের দক্ষিণ সিম টাওয়ারের পূর্ব পাশে মো: সালাম।  

২০০৭ সালের আগর বাগান একই এলাকার মো : সুরত আলমের কন্যা বুলবুল আক্তার পূর্বের ঠিকানা মায়ানমার ২০০৭ সালের আগর বাগান।


 একই এলাকার দুই নম্বর ওয়ার্ডের ছাদের কাঁটা বল খেলার মাঠ এলাকার আব্দুল শুকুরের পুত্র কামাল উদ্দিন 

বিশ্ব ব্যাংকের  ৩০ হেক্টর বাগান দখলে নিয়েছে। একই এলাকার আবুল বশরের

 পুত্র মো:আব্দুর রহিম বিশ্ব ব্যাংকের ৩০  বাগানে ঘর নির্মাণ করে দখলে নিয়েছে। এবং একই ইউনিয়নের ছাদের কাঁটা বল খেলার মাঠ  দখলে নিয়েছে পেঠান আলী ২০২১ সনের আগর বাগান একই এলাকার আব্দুল করিম সওদাগর ২০২১ সালে আগর বাগান দখল করে পাকা বাড়ি নির্মাণ করেছে। পূর্বে উল্লেখিত  সবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রেঞ্জ  কর্মকর্তা ও বিট কর্মকর্তা  অভিযোগ আছে বিশ্ব ব্যাংকের ২০২১ সনের ৩০হেক্টর বাগানের প্লটের  মালিক করিয়ে দিবে বলে প্রতিজনের কাছ থেকে ৫০,০০০ হাজর টাকা করে হাতিয়ে নিয়েছে।


 ভুক্তভোগীরা হলেন, মোহাম্মদ আলীর পুত্র- মো: শফি, রশিদ আহমদের পুত্র- সৈয়দ আহমদ, বদিউর রহমানের পুত্র -মো : সৈয়দ, মো: আমির আলীর পুত্র- মো:জাহাঙ্গীর, কেছু বলিয়া  মো: আবুল হোসেনের পুত্র- পেটান আলী, এবং আজিম।এইসব অপরাধের সাথে সম্পৃক্ত থাকা বন কর্মীদের দালালরা হলেন-একই এলাকার হেটমেন পাড়ার 

মৃত: রশিদ আহমদের পুত্র- শাহ আলম মাঝি এবং তার আপন ভাই নুরুল ইসলাম, ও  মো:আব্দু শুক্কুরের পুত্র কামাল উদ্দিন। এই বিষয়ে বিট কর্মকর্তার বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি জানিনা আমার দেখতে হবে। রাজারকুল রেঞ্জ অফিসার নাজমুলের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন এই বিষয়গুলো আমি জানতাম না, এখন জেনেছি। অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বক্তব্য নেওয়া হলে তিনি বলেন-বন বিভাগের কোন ব্যাক্তি যদি অর্থের  লেনদেনে জড়িত থাকে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং যারা সরকারি বনের জায়গায় ঘর নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ