উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের ওপর আছড়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার প্রিয়াঙ্কা হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন দুপুর ১টা ১৮ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।
এদিকে বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বলে জানিয়েছে ) মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।
মতামত দিন