• ২০২৫ অগাস্ট ২১, বৃহস্পতিবার, ১৪৩২ ভাদ্র ৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নাইক্ষ্যংছড়ি বিশ হাজার ইয়াবাসহ চথোয়াইওয়ান মারমা আটক-ওসি প্রশংসার দাবিদার

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২১, ২০২৫
নাইক্ষ্যংছড়ি বিশ হাজার ইয়াবাসহ চথোয়াইওয়ান মারমা আটক-ওসি প্রশংসার দাবিদার
File
মতিউল ইসলাম (মতি)

নাইক্ষ্যংছড়ি বিশ হাজার ইয়াবাসহ চথোয়াইওয়ান মারমা আটক-ওসি প্রশংসার দাবিদার


মতিউল ইসলাম (কক্সবাজার) 


 স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশকে বাস্তবায়ন করতে মাদকদ্রব্য জিরো টলারেন্স ঘোশানাকে মাঠ পর্যায়ে কার্যকর করতে। বাংলাদেশ সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাশরুল হকের নির্দেশনায় পুলিশের গোয়েন্দা নজরদারির মধ্যে দিয়ে চথোয়াইওয়ান মারমা নামে এক যুবককে বিশ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গেছে, আই,সি সোনাইছড়ি পুলিশ পরিদর্শক 

কামরুল ইসলাম এর নেতৃত্বে এস,আই ফেরদৌস রনি  সংগীয় ফোর্স সহ  অভিযান পরিচালনা করে সোনাইছড়ি ৪ নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের ১০০ গজ পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে

আচং মারমার পুত্র  চথোয়াইওয়ান মারমা (২০) কে গত ১৫/০৮/২০২৫ ইং তারিখ ২৩:৪৫ ঘটিকায় ২০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।    অপরাধের বিষয়ে  নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাশরুল হকের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন। মহান সৃষ্টিকর্তার কৃপায় চোরা চালান অবৈধ মাদক এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি।পূর্বের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আগামীতেও সকলের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবে আশ্রয় এবং অশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।

সর্বশেষ