তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আফরোজ খান অতি সম্প্রতি অনুষ্ঠিত সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সংস্থা প্রবাসী সদস্য ইফতেখার আহমদ সোহাগ দেশে আগমন উপলক্ষে তরঙ্গ সমাজ কল্যন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার রাত ৯ টায় মজুমদারীস্থ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে উন্নাদের সংবর্ধিত করা হয়েছে।
উক্ত সংবর্ধনা সভায় সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: আব্দুল হাফিজ খান শাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেহানা আফরোজ খান ও প্রবাসী সদস্য ইফতেখার আহমদ সোহাগ।
রেহানা আফরোজ খান বলেন ” এই জয় সম্ভব হয়েছে আমার সম্মানিত উদ্যোক্তা আপুদের দোয়া এবং ভালোবাসার জন্য। তারা সব ভেদাভেদ ভুলে শুধু মাত্র উদ্যোক্তা পরিচয়কে বড় করে তুলতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এই জয় গোটা উদ্যোক্তা নারীদের জয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তাদের এই ভালোবাসার সম্মান রাখতে।
ইফতেখার আহমদ সোহাগ বলেন, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন গুলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা অসহায়ের মাঝে বিতরণ করা হয়, বন্যায় ও আমাদের সংগঠন অসহায়ের পাশে ছিলো আর থাকবে ও।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি জনাব হাফিজ খান শামিম,সহ সভাপতি শাহগীর আহমদ, সহ সভাপতি সাজ্জাদুর রহমান, সহ সভাপতি আনোয়ার হোসেন মিসবাহ,সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান খান মোছাদ্দিক,কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসা,ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন,সহ ক্রীড়া সম্পাদক লাহিন আহমেদ ,প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল,কার্যকরী সদস্য নাসরিন আক্তার,শেখ আকিব প্রমূখ।
মতামত দিন