ডেস্ক রিপোর্ট : আমরা সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে ১৭ অক্টোবর, শুক্রবার, বিকাল ৪.০০ টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি।
প্রতিটি বাংলাদেশী- আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে- অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন!
আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।
এখন সময় আমাদের একসাথে উদযাপন করার - ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার!
মতামত দিন