সম্প্রতি সময়ে মাদক ব্যবসায়ীদের রাজত্ব আটক - ৩
মতিউল ইসলাম (কক্সবাজার)
দিন দিন ইয়াবা ব্যবসায়ীদের রাজত্ব বেড়েই চলছে,অন্যদিকে সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজের সদ্দার এবং মাদবরেরা অনেক সময় দেখা গেছে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে ইয়াবা ব্যবসায়ীরা। যার ফলে সম্প্রতি সময়ে ইয়াবা ব্যবসায়ীদের দাপটে সুশীল সমাজ এখন অবলুপ্ত এর পথে।
যার কারণে দেশে ব্যাভিচার এবং খুনের সংখ্যা বেড়েই চলছে। এমন একটি দৃশ্য দেখা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ হাজার পিস ইয়াবাসহ একটি যাত্রীবাহী বাসের চালক-হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসা মীরা হলেন-কক্সবাজার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর- আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়ার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪) এবং একই এলাকার মো.শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত দিন