নরসিংদীর রায়পুরায় বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ বকুলের বিতর্কিত আচরণ ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে নিয়ে গণসংযোগ করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে হাইরমারা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন। তারা প্রকাশ্যে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য পরিশ্রম করা বিএনপির প্রকৃত কর্মীদের বাদ দিয়ে প্রার্থী বকুল আওয়ামী লীগের দোষরদের পাশে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে তৃণমূল নেতাকর্মীরা অপমানিত, অবহেলিত ও বঞ্চিত বোধ করছেন। আরো অভিযোগ—বকুল স্থানীয় অনেক সক্রিয় বিএনপি কর্মীকে ‘মাস্তান’ বলে অপমান করেছেন, যা ক্ষোভকে বিস্ফোরিত করেছে।
হাইরমারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল উঁচিয়ে কর্মীরা স্লোগান দেন—“বকুলের মনোনয়ন চাই না”, “আওয়ামী দোষরদের সঙ্গে আঁতাত চলবে না”, “তৃণমূলকে অপমানের জবাব মাঠেই দেওয়া হবে।”
তৃণমূল নেতাকর্মীদের দাবি, এমন আচরণ দলের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং মাঠের প্রকৃত কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। তারা বলেন, “আমরা দলকে বাঁচাই, আন্দোলন করি, মামলার বোঝা বই—কিন্তু আমাদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থীদের নিয়ে গণসংযোগ—এটা মেনে নেওয়া যায় না।”
বিক্ষুব্ধদের আহ্বান, কেন্দ্রীয় বিএনপি যেন অবিলম্বে তদন্ত করে তৃণমূলের মতামতকে সম্মান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়, না হলে আন্দোলন আরও কঠিন হবে বলে সতর্ক করেন তারা।
মতামত দিন