• ২০২৬ জানুয়ারী ২২, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার উখিয়া-টেকনাফ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে

  • প্রকাশিত ০৪:০১ অপরাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
কক্সবাজার উখিয়া-টেকনাফ  আইনশৃঙ্খলা পরিস্থিতি  অবনতি ঘটতে পারে
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার উখিয়া-টেকনাফ

আইনশৃঙ্খলা পরিস্থিতি  অবনতি ঘটতে পারে


কক্সবাজার প্রতিনিধি:


কক্সবাজার উখিয়া-টেকনাফে যেকোন মুহুর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশংকা করেছেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও সন্ত্রাসীদের বিচরণ থাকায় যেকোন মুহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আইনশৃঙ্খলা মিটিংয়েও বিষয়টি আলাদাভাবে এড্রেস করার জন্য আমি প্রশাসনকে বলেছি। এই আসন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’


এসময় তিনি আরো বলেন, ‘ বিগত স্বৈরাচার আমলে প্রকাশ্যে যারা নৌকার জন্য ভোট ডাকাতি করেছে আমরা দেখতে পাচ্ছি তারা আত্ম প্রকাশ করেছেন। প্রশাসনকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।’


১০ দলীয় জোটের প্রার্থী আনোয়ারী বলেন,’ সরকার যে লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা বলে আসছে তা নিশ্চিত করতে আরো কঠোর হতে হবে এবং নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী-প্রশাসনকে নিরেপক্ষ ভূমিকা পালন করতে হবে।জনগণ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোট দিতে গভীর আগ্রহ নিয়ে আছে।’


টানা ২২ বছর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ারী স্ব-পদ থেকে পদত্যাগ করে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ