• ২০২৬ জানুয়ারী ২৩, শুক্রবার, ১৪৩২ মাঘ ৯
  • সর্বশেষ আপডেট : ০৯:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ৩১জনের নাম উল্লেখ করে থানায় মামলা

  • প্রকাশিত ১২:০১ পূর্বাহ্ন শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ৩১জনের নাম উল্লেখ করে থানায় মামলা
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ৩১জনের নাম উল্লেখ করে থানায় মামলা

গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ঘটনায় ৩১জনের নাম উল্লেখ পূর্বক ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানাযায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তে ১২৮৮ পিলার সংলগ্ন কমলাবাড়ি গ্রমের টিপরাখলা বটগাছের নিছে ১৫০ গজ ভিতরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির টহল টিম ভারতীয় ৬টি গরু আটক করে। আটকের পর বিওপিতে নিয়ে যাওয়ার প্রক্কালে ২১ জানুয়ারী বুধবার সকাল ৭টায় রাস্তা অবরোধ করে চোরাকারবারী দলের সংগবদ্ধ চক্র বিজিবির টহল টিমের উপর হামলা চালায়। হামলা বিজিবির টহল টিমের সদস্য ল্যান্স নায়েক (৮২৬৯৫) মো. ওমর ফারুক আহত হন। সরকারি কাজে বাঁধা দেওয়া ও বিজিবির উপর হামলার ঘটনায় জকিগঞ্জ ব্যাটলিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার (৬৪৭৪৭) কামাল হোসেন বাদী হয়ে হামলাকারী মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফসসাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫), মো. হেলাল (৩২) সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ : ২১-১-২০২৬)। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিজিবির উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্তপূর্বক মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

 সিলেট

তারিখ : ২২/০১/২০২৬ ইং

সর্বশেষ