বগুড়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আজ বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক আলতাফুননেছা খেলার মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-৭ আসনের সংসদ প্রার্থী ও বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির আবিদুর রহমান সোহেল। এতে বগুড়া জেলার বিভিন্ন আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সকল সংসদ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই বগুড়া শহরসহ জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ফলে ঐতিহাসিক আলতাফুননেছা খেলার মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, “বগুড়ার মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ জনগণ তাদের ভোটের মাধ্যমে ন্যায় ও আদর্শের পক্ষে রায় দেবে।” তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সুশাসনের অভাবের বিষয়গুলো তুলে ধরেন এবং এসব সংকট উত্তরণে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মতামত দিন