যুবকদের কাজ শিখিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা হবে—ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের আমরা বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, যাতে তারা কারও দয়ার ওপর নির্ভরশীল না হয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে।
আজ শনিবার দুপুরে (২৪ জানুয়ারি) বগুড়া আলফাতুন্নেছা মাঠে ১০ দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ডা. শফিকুর বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার, সন্ত্রাস করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নারীরা নিজের ইচ্ছামতো যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সাথে নিরাপত্তা দিবে।জামায়াত আমির আরও বলেন, আপনারা ‘হ্যাঁ’ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারা। আপনাদের কাছে এই সাতজন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম।
মতামত দিন