• ২০২৫ Jul ১২, শনিবার, ১৪৩২ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিপিএলে চেনা রূপে ফিরে নজরে রয়েছেন নাসির হোসেন      

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন শনিবার, Jul ১২, ২০২৫
বিপিএলে চেনা রূপে ফিরে নজরে রয়েছেন নাসির হোসেন      
নাছির
শহীদুর রহমান জুয়েল ⬇️

বাংলাদেশের জার্সিগায়ে এক সময় দুর্দান্ত সময় কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। হুট করেই যেন নাসিরের ব্যাট-বলের ধার কমে যায়। ফলে ক্রমশ হারিয়ে যেতে থাকেন তিনি। তবে বিপিএলের এবারের আসরে আবারও চেনা রূপে ফিরেছেন নাসির। তাতেই বিসিবির নজরে পড়েছেন তিনি। 

সম্প্রতি নাসির হোসেনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘একটা বিশেষ টুর্নামেন্টকে কেন্দ্র করে কাউকে দলে নেওয়া যায় না। একটা টুর্নামেন্ট তো মানদণ্ড হতে পারে না। নাসির মাঝে খেলার মধ্যে ছিল না। বিরতি গেছে। তার প্রস্তুত হতে সময় লাগবে। তবে যদি নিয়মিত পারফর্ম করে যায়। তবে অবশ্যই সে আমাদের বিবেচনায় আছে।’   বিপিএলের নবম আসরে ঢাকা ডমিনেটর্সের দলে খেলছেন নাসির। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের দায়িত্বও দেওয়া হয় তাকে। এবারের আসরে দল ভালো না করলেও ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন নাসির।

সর্বশেষ