• ২০২৫ জানুয়ারী ২৯, বুধবার, ১৪৩১ মাঘ ১৫
  • সর্বশেষ আপডেট : ০২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যারা যাচ্ছেন বঙ্গভবনে

  • প্রকাশিত ০৪:০১ পূর্বাহ্ন বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫
নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যারা যাচ্ছেন বঙ্গভবনে
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন। তাদের মধ্যে তিনজন রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেবেন। তারা হলেন— শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম।

ব্যবসায়ী শেখ বশির উদ্দিন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের ছেলে।

মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র নির্মাতা হিসেবে খ্যাত এবং চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজ আলম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার সন্ধ্যায় তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। তবে এই তিনজন কারা নাম জানাতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, নতুন এই উপদেষ্টা সরকারে যোগদানের পর বণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

এদিকে অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সাবেক আইজি খোদা বখশ চৌধুরীও উপদেষ্টা হচ্ছেন বলে খবর হয়েছে। তবে তাদের শপথের বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও একটি অসমর্থিত সূত্র এই দুজন প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হতে পারেন বলে জানিয়েছে।

ডা. সায়েদুর রহমান পেশায় চিকিৎসক। তিনি গত ২৭ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)উপাচার্য হিসেবে নিয়োগ পান। আর খোদা বখশ চৌধুরী ২০০৪ সালে বিএনপি সরকারের সময় পুলিশের আইজি ছিলেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

সর্বশেষ