• ২০২৪ ডিসেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উদয় সমাজ কল্যান সংস্থার ১৮ তম ওয়াজ মাহফিল কাল

  • প্রকাশিত ০৫:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
উদয় সমাজ কল্যান সংস্থার ১৮ তম ওয়াজ মাহফিল কাল
time bangla
সিলেট অফিস :

উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৮ তম ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর কাল শুক্রবার বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের প্রথম গলিতে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন-মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব, খতীব শাহী ঈদগাহ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট,মাওলানা নাজমুদ্দিন কাসেমী সাহেব, খতিব নাইওরপুল জামে মসজিদ সিলেট,মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, ( বি-বাড়িয়া )ইমাম ও খতীব খাসদবীর মদনী জামে মসজিদ সিলেট,মাওলানা কারী শিহাব উদ্দিন শিবলী সাহেব, মোহতামিম মোহাম্মদনগর হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা বড়লেখা সিলেট,মাওলানা ওয়াহিদুল হক সাহেব, (সুনামগঞ্জী),মাওলানা সামসুল ইসলাম হাদী সাহেব ( জকিগঞ্জী ) ইমাম ও খতীব বায়তুল জান্নাত জামে মসজিদ লেচুবাগান সিলেট,মাওলানা আফতাব উদ্দিন সাহেব ( কানাইঘাটী )ইমাম ও খতীব চৌকিদেখী আঙ্গুর মিয়া জামে মসজিদ সিলেট।

এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।

সর্বশেষ