• ২০২৪ ডিসেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উদয় সমাজ কল্যান সংস্থার ১৮ তম ওয়াজ মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত ০৫:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
উদয় সমাজ কল্যান সংস্থার ১৮ তম ওয়াজ মাহফিল সম্পন্ন
time bangla
সিলেট অফিস :

সিলেট নগরীর খাসদবীরস্থ উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৮ তম ওয়াজ মাহফিল শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমআহ থেকে মধ্যরাত পর্যন্ত ৫নং ওয়ার্ডের প্রথম গলীতে মোট ৭ পর্বে ওয়াজ মাহফিল  সম্পন্ন হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব।

উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করছেন -মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব, খতীব শাহী ঈদগাহ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট,মাওলানা নাজমুদ্দিন কাসেমী সাহেব, খতিব নাইওরপুল জামে মসজিদ সিলেট,মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, ( বি-বাড়িয়া )ইমাম ও খতীব খাসদবীর মদনী জামে মসজিদ সিলেট,মাওলানা কারী শিহাব উদ্দিন শিবলী সাহেব, মোহতামিম মোহাম্মদনগর হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা বড়লেখা সিলেট,মাওলানা ওয়াহিদুল হক সাহেব, (সুনামগঞ্জী),মাওলানা সামসুল ইসলাম হাদী সাহেব ( জকিগঞ্জী ) ইমাম ও খতীব বায়তুল জান্নাত জামে মসজিদ লেচুবাগান সিলেট,মাওলানা আফতাব উদ্দিন সাহেব ( কানাইঘাটী )ইমাম ও খতীব চৌকিদেখী আঙ্গুর মিয়া জামে মসজিদ সিলেট।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সামাদ, সিলেট মহানগর বিএনপি নেতা ও সংস্থার উপদেষ্টা হুমায়ুন আহমদ মাসুক,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মফিজুর রহমান ভারেক, মিনহার হুসেন মিনার,শেখ হাবিবুর রহমান শামল,আলি মস্তফা সাজু,হাফিজ মোহাম্মদ আনুয়ার হুসেইন মো: হারুনুর রশিদ,নাজির আহমদ,উদয় সমাজ কল্যান সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেল,সংস্থার সাধারন সম্পাদক হাসান আহমদ রাসেল,মুসলেহ উদ্দিন,ছায়েদ আহমদ দিপক,সাহেল আহমদ নয়ন,টাইমবাংলা ডট কমের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, সিলেট বাইশটল্লাহ এতিমখানা প্রিন্সিপাল মাওলানা তুফায়েল আহমদ,সোহাগ আহমদ,ইমন,ফাহিম,এনামুল প্রমূখ।

সর্বশেষ