• ২০২৫ এপ্রিল ০৩, বৃহস্পতিবার, ১৪৩১ চৈত্র ২০
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী রায়পুরার রহিমাবাদ মাদক ব্যবসার একটি স্বর্গরাজ্য হয়ে উঠেছে, মধু খাচ্ছে আইসি নাজমুল

  • প্রকাশিত ০৭:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০২৫
নরসিংদী রায়পুরার রহিমাবাদ মাদক ব্যবসার একটি স্বর্গরাজ্য হয়ে উঠেছে, মধু খাচ্ছে আইসি নাজমুল
Time bangla news
আক্তারুজ্জামান বাবু,নরসিংদী প্রতিনিধি



 নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ বাজার এলাকাটি মাদকের স্বর্গরাজ্য যা ধর্ষণ, মারামারি, হাতুড়ি পেটা, মুক্তিপণ দাবি, মামলা ও হামলার মতো গুরুতর অপরাধের জন্ম দিয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা হলেন:

 রতন,বিউটি, ইফতি, রাকিব, মোবা,

 মুক্তিপণ আদায়ের সিন্ডিকেটের প্রধান  মনির,শফিকুল । তারা মাদক ব্যবসায়ীদের কে আটক করে মুক্তিপণ আদায় করে এ ব্যাপারে মামলা হয়েছে । পাইকারি ইয়াবার ডিলার মাদক সম্রাট  মোবারক হোসেন মোবা

অভিযোগ অনুসারে, মোবারক হোসেন মোবা টেকনাফ থেকে সরাসরি ইয়াবা আমদানি করেন এবং এই মাদক ব্যবসার সাথে কোটি কোটি টাকা জড়িত। হেলিকপ্টার দিয়ে মাদক আনে । বিক্রি করে কাড হিসেবে এক কার্ড এক হাজার ।

এছাড়াও, আইসি নাজমুলের বিরুদ্ধে মানববন্ধন করে মধু খাওয়ার অভিযোগ দিয়েছেন হাসনাবাদ বাজার এলাকাবাসী মধু খাওয়ার (ঘুষ গ্রহণের) অভিযোগ উঠেছে।

এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত অবিলম্বে এর তদন্ত করা।

এলাকায় মানববন্ধন করেছেন এ সকল মাদক কারবারীদের বিরুদ্ধে এবং গ্রেফতার করার দাবী জানিয়েছেন মাদক ব্যবসায়ী ও ধর্ষণকারী চাঁদাবাজদের 

সর্বশেষ