• ২০২৫ ডিসেম্বর ২৭, শনিবার, ১৪৩২ পৌষ ১২
  • সর্বশেষ আপডেট : ০৩:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রকাশিত ০৩:১২ পূর্বাহ্ন শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
সরকার নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
ডেস্ক রিপোর্ট :

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন দলটির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।

আজ কবর জিয়ারতের পর তিনি লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা করছেন। ইতোমধ্যে স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন।

তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন স্মৃতিসৌধ এলাকা ঘিরে।

সর্বশেষ